Sunday, April 22, 2012

A guide to heart's happiness through nature calling

প্রকৃতি পাঠ
--------------

আকাশ বাতাস ডাকলো হেসে,
বৃষ্টি এসে পড়ল গায়ে।
ফুলের রেনু ছড়িয়ে গেল,
পথের পাশে ঘাসের গায়ে।
ভোরের আলো জানলা দিয়ে,
ডাক দিয়ে যায় বাইরে এসো।
ঘরের কোনে একলা বসে,
চোখের জলে কেন ভাসো?
বারান্দাতে চড়াই পাখি,
কিচির মিচির ভোরের গানে।
কানে কানে কতই কথা,
বলে যায় প্রানের টানে।
পাতায় পাতায় ভোরের শিশির,
গাছে গাছে ফুলের হাসি।
সব কিছুকে বন্ধু ভেব,
মনটা হবে তাজা খুসি।
চন্দ্র সূর্য গ্রহ তারা,
হাতছানি দেয় খেলতে এসো।
খেলার সাথে প্রাণের কথা,
প্রকৃতিকে ভালোবেসো।|


------অমরনাথ নাগ












No comments:

Post a Comment